হোম খেলাধুলা ব্রাজিল তারকার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার

খেলাধূলা ডেস্ক :

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। তার আগেই চোটে জেরবার ফেবারিট দলগুলো। লাতিন পরাশক্তি আর্জেন্টিনার পর এবার ব্রাজিলেও ইনজুরির থাবা।

অনুশীলনে চোট পেয়ে কাতারে খেলার আশা প্রায় শেষ লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোর। ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই এমন কথা জানিয়েছেন।

জানা গেছে, লিভারপুলের হয়ে অনুশীলনের সময় বাম ঊরুতে চোট পেয়েছেন তিনি। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। যদিও এটা বুঝতে পারছেন হয়তো বিশ্বকাপে খেলতে পারবেন না।

আর্থার মেলো বলেন, দুঃখজনকভাবে, আপনারা সবাই জানেন, আমার বাম ঊরুর চোট আমাকে বেশ কিছু দিনের জন্য খেলার বাইরে নিয়ে গেছে।

ইনস্টাগ্রামের ওই পোস্টে আরও জানান, এমন একটা সময়ে এসে চোটে পড়েছি, যখন আমি প্রবল চেষ্টা ও দারুণ পরিশ্রম করেছি। দলে নিজের জায়গা পাকা করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।

২০১৮ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর এ পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন