হোম খেলাধুলা বিশ্বকাপে কাদের খেলাবেন, ঠিক করে ফেলেছেন শ্রীরাম

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশের বিশ্বকাপ দলে যারা আছেন, তাদের প্রত্যেককে ত্রিদেশীয় সিরিজে খেলিয়েছেন টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। সবাইকে পরখ করার মাধ্যমে তিনি ঠিক করে ফেলেছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাদের খেলাবেন। ২-৩টা কম্বিনেশনও ঠিক করেছেন, যদিও কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় দলে একটু এদিক-সেদিক হতে পারে বলে জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সব কটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট হেরেছে টাইগাররা। এ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীরাম। সেখানেই বিশ্বকাপ প্রসঙ্গে দল নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।

শ্রীরাম বলেন, ‘সেরা দলটাকেই খেলাতে চাই, এটা নিয়ে আমার ধারনা পরিষ্কার। আমরা কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামব, সে ব্যাপারে আমার পাশাপাশি অধিনায়ক ও টিম ডিরেক্টরের ধারনাও একই। মনে মনে ২-৩টা কম্বিনেশন ঠিক করেছি। এখন কন্ডিশন কী হয়, প্রতিপক্ষ কারা, সে অনুযায়ী দলে একটু-আধটু হয়তো পরিবর্তন হবে।’

বাংলাদেশ এক ম্যাচে ব্যাটিংয়ে ভালো করে তো পরের ম্যাচে বোলিংয়ে ভালো করে। শ্রীরাম মনে করেন, শুধু এক ডিপার্টমেন্টে ভালো করে জেতা সম্ভব নয়। তার ভাষ্য, ‘জেতার জন্য বাংলাদেশের সব দরকার। শুধু ভালো বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং করলে হবে না। সব ডিপার্টমেন্টেই একসঙ্গে ভালো করতে হবে। ওপেনিং জুটির কথা কিংবা বোলারদের কথা বললে হবে না, পুরো দলকেই ভালো করতে হবে। ধারাবাহিকভাবে জিততে হলে শেষের দিকে ওভারে ১০ রানের মতো নেয়ার অভ্যাস করতে হবে। আবার বোলিংয়ে ১০ রান আটকানোর অভ্যাসও করতে হবে। ভালো দলগুলো এগুলোই করে।’

স্কোয়াডের সবাইকে ত্রিদেশীয় সিরিজে খেলানোর ব্যাপারে শ্রীরাম বলেন, ‘আমরা দেখতে চেয়েছি, ভিন্ন পরিস্থিতিতে একেকজন কীভাবে রেসপন্স করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের কম্বিনেশন একটি হতে পারে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভিন্ন কম্বিনেশন দেখা যেতে পারে। আবার নতুন যে দলটা কোয়ালিফাই করবে তাদের বিপক্ষেও আরেক কম্বিনেশন থাকতে পারে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন