ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
‘দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই স্লোগানকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় সতর্কতা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মো. গোলাম ছরোয়ার ওই মহড়া পরিচালনা করেন। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানার সঞ্চালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, ফায়ার সার্ভিসের ফকিরহাট ষ্টেশন কর্মকর্তা মো.শামছুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।