মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) :
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মনপুরা পালিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এই বছরের প্রতিপাদ্য হলো দুর্যোগের আগাম সর্তক বার্তা, সবার জন্য কার্যব্যবস্থা। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করেন রেলি ও মহড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো ঘুরে অফিসাস ক্লাবের সামনে এসে শেষ হয়।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কমসূচি (সিপিপি) মনপুরা ভোলা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপন কমিটি, মনপুরা ভোলার যৌথ উদ্যোগে পালিত হয় রেলি মহড়া ও আলোচনা সভা। দূর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে, দূর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মনপুরার উদ্যোগে পুরাতন ৪৫ জন সদসদের মাঝে গামবুট ও হেলমেট বিতরন করেন। পর্যায়ক্রমে ৬৪৫ জনের মাঝে বিতরন করা হবে গামবুট ও হেলমেট।
সকাল ১০.৩০ মিনিটে অফিসাস ক্লাবে শুরু আলোচনা সভা। সভায় প্রধানঅথিতি হিসেবে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা, আ’লীগের যুগ্নসম্পাদক ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, কারিতাস বরিশাল অঞ্চলের মহাপরিচালক প্যান্সিস ব্যাপারী, প্রেসক্লাব সভাপতি আলমগির হোসেন, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জহিরুল ইসলাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক ও ছাত্রছাত্রীগন এবং সিপিপির সদস্যগন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার দাস।