হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে জমি থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসী

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলার মশিয়াহাটীতে একটি প্রভাবশালী মহল অবৈধ ভাবে ভূগর্ভস্থ্য বালু উত্তোলন করে বিক্রি করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার ১৪১ নং বাজেকুলটিয়া মৌজায় ৫১১ ও ৫১২ দাগের জমি থেকে গত একমাস পূর্বে বাজেকুলটিয়া গ্রামের মনোরঞ্জন মন্ডল (কালাচাঁদ), তার নিজ জমি থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করে বাজেকুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট বিক্রয় করে। একই জমি থেকে পুনরায় বালু উত্তোলনের জন্য যাবতীয় প্রস্তুতি চলছে। সরকারি আইন অমান্য করে বালু উত্তোলন করার প্রস্তুতি গ্রহণ করলে আশ-পাশের জমির মালিকগণ ০৬/১০/২০২২ তারিখ ‘আইন অমান্য করে অবৈধভাবে ভূগর্ভস্থ্য বালু উত্তোলন বন্ধ করার দাবীতে’ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন। জেলা প্রশাসক বরাবর আবেদনকারীদের দাবী আবাদযোগ্য জমি থেকে বালু উত্তোলন করা হলে আশ-পাশের ফসলী জমিগুলোও ভাঙ্গনের মুখে পড়বে। এতে জমির মালিকগণ ক্ষতির আশংকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবী জানিয়েছেন। তবে, মনোরঞ্জন মন্ডলের সাথে কথা বলতে তার ব্যক্তিগত মুঠোফোনে চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, বালি বিক্রি নয়, মশিয়াহাটী কলেজ মাঠে বালি দিতেই উত্তোলন করার প্রস্তুতি চলছে। কলেজ মাঠটি জলাবদ্ধ হওয়ায় সেটি ভরাট করতে বালি ব্যবহার করা হবে। তবে জেলা প্রশাসক বরাবর কেউ অভিযোগ করেছেন কিনা তা আমার জানা নেই।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন