জাতীয় ডেস্ক :
রংপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে নির্বাচনের ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ।
এ ঘটনায় বুধবার (১২ অক্টোবর) নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে মোছাদ্দেক হোসেন বাবলুর প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসিব আহসানের কাছে লিখিত আবেদন দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।
আবেদনে তিনি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাদ্দেক হোসেন ভোটার প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে নির্বাচন ফলাফল তার পক্ষে নেয়ার চেষ্টা করছে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ফাঁস হলে টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি সামনে আসে।
তিনি আরও বলেন, টাকা দিয়ে যদি ভোট কেনা হয় তাহলে তো রাজনীতি করার আর কিছু নেই আমার।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেন।
