জাতীয় ডেস্ক :
খাগড়াছড়ি জেলা পরিষদের কেন্ডিলিবারের ছাদ ধসে দুই শ্রমিক নিহত ও ৫ শ্রমিক আহত হওয়ার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় চার সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালযয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হচ্ছেন: সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব আশীষ কুমার সাহা, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ।
এর আগে, ঘটনার দিন রাতে (শনিবার) শ্রমিক হতাহতের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ উদঘাটন ও দায়দায়িত্ব নির্ধারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে গঠিত এ কমিটিকে সাত কার্যদিবসে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন: খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের কেন্ডিলিবারের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও ৫ জন আহত হন।
নিহত দুই শ্রমিকের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেয়া ছাড়াও আহতদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
