হোম ফিচার এফডিসিতে যাওয়ার পরিবেশ নেই: জায়েদ খান

বিনোদন ডেস্ক :

‘এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবারসহ অনেকেই এসে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে।’ এফডিসিতে কেন যাচ্ছেন না? এমন প্রশ্নের উত্তরে দেশীয় সংবাদমাধ্যমকে এমনটাই বলেন জায়েদ খান।

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকাকালে নিয়ম করে এফডিসিতে যেতেন। লম্বা সময় ধরে সেখানে যাচ্ছেন না তিনি। শেষ করে চলচ্চিত্রের আঁতুর ঘরে গিয়েছেন? এমন প্রশ্নের উত্তর হয়ত জায়েদ খানও হিমশিম খাবেন!

বলা হয়, প্রায় তিনমাস ধরে এফডিসিতে আসেন না জায়েদ খান। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ মার্চ সবশেষ এফডিসিতে দেখা গেছে এ নায়ককে। এরপর এফডিসিমুখী হননি তিনি।

জায়েদ খানের সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে দেখা গেছে, বৃক্ষরোপন ও মৎস আরোহনে ব্যস্ত তিনি। এছাড়া সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন। নিজের এলাকাভিত্তিক সংগঠনের ব্যপ্তি বাড়াচ্ছেন জায়েদ।

এফডিসিতে না যাওয়ার কারণ হিসেবে জায়েদ খান জানান, কারো ভয়ে তিনি এফডিসি যাচ্ছেন না- এমন ধারণা ঠিক না। এফডিসি যাওয়ার পরিবেশ ঠিক নেই, তাই যাচ্ছেন না। জায়েদ খানের ভাষায়, ‘প্রায় ৩ মাস হয়ে যাচ্ছে এফডিসিতে যাওয়া হয় না। অনেকে মনে করে অন্যকারো ভয়ে হয়তো এফডিসিতে যাচ্ছি না। আসল কথা হচ্ছে এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। কী একটা বাজে পরিবেশ তৈরি হয়েছে বোঝাতে পারবো না। তারা যার-তার সম্পর্কে মন্তব্য, কথা বলে দিচ্ছেন। তাদের আগে প্রতিহত করা জরুরি। কিন্তু এফডিসির কোনো সংগঠন সেটা করছে না। বিষয়টি দুঃখজনক।’

জায়েদ খান বর্তমানে পিরোজপুরে আছেন। দুর্গাপূজায় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে দেখা গেছে তাকে। আগামী সপ্তাহে ঢাকায় আসবেন এ নায়ক। অংশ নেবে ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন