হোম অর্থ ও বাণিজ্য সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়

বাণিজ্য ডেস্ক :

সাম্প্রতিক বৈশ্বিক সংকটে রেমিট্যান্সে ভাটা পড়েছে। যার প্রভাব পড়েছে মৌলভীবাজার জেলায়। তারপরও সিলেট বিভাগে এককভাবে সবচেয়ে বেশি টাকা এ জেলায় আসছে।

দেশের প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজার। এখনকার প্রায় ১ লাখ মানুষ লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ জেলায় প্রতিবছর বিদেশ থেকে কোটি কোটি টাকা রেমিট্যান্স আসে।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক বৈশ্বিক সংকটে প্রবাসী আয়ের প্রবাহে কিছুটা ভাটা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে সিলেট বিভাগে ৬২৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। যার মধ্যে শুধু মৌলভীবাজার জেলাতেই এসেছে দেড়শ কোটি টাকা। শতকরা হিসাবে এর পরিমাণ ২৪ শতাংশ। আর এককভাবে বিভাগের সবচেয়ে বেশি রেমিট্যান্সও এ জেলায় এসেছে।

সম্প্রতি সৃষ্ট বৈশ্বিক সংকট সাময়িক উল্লেখ করে মৌলভীবাজারের ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইফুল আলম বলেন, বর্তমানে সারা বিশ্বেই একটি বৈশ্বিক সংকট চলছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন দেখলাম যে আগামী বছর বা বছর দুই এক একটি বৈশ্বিক মন্দা তৈরি হবে। বর্তমানে যেহেতু পুরো বিশ্ব জুড়েই মন্দা বা মূল্যস্ফীতি চলছে, আমার মনে হয় আমরা সেটিরই প্রভাবে পড়েছি।

তবে দেশে টাকা পাঠানো আগের চেয়ে অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে মৌলভীবাজার জেলায় ৪ হাজার ২৩০ কোটির টাকা রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরে এ পরিমাণ ছিল ৪ হাজার ৪৯১ কোটি টাকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন