হোম জাতীয় রিজার্ভ নিম্নগামী, দেশ ডেঞ্জার জোনে যাচ্ছে: জিএম কাদের

রাজনীতি ডেস্ক :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের রিজার্ভ প্রতিদিনই নিম্নগামী হচ্ছে। রিজার্ভের অবস্থা খুবই খারাপ। ধীরে ধীরে বাংলাদেশ ডেঞ্জার জোনে এগিয়ে যাচ্ছে।

রোববার (৯ অক্টোবর) জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বড় প্রকল্পগুলো থেকে আয় দেখাতে না পারলে ঋণ শোধ করা কঠিন হবে। সরকার সবই জানে বোঝে, কিন্তু এখনো কোনো সতর্ক ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরও বলেন, দুর্নীতির মাধ্যমে বড় বড় প্রকল্পের ঋণের টাকা পাচার হচ্ছে। দেশে জবাবদিহিতা নেই। সরকার তথ্য গোপন করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।

করোনা পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অর্থনীতির অবস্থা খারাপ। তবে বাংলাদেশের পণ্যমূল্য বেড়েছে বেশি, বলেন জাপা চেয়ারম্যান।

নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে। যে সরকার দেশের সাধারণ মানুষকে এগিয়ে নিতে সাহায্য করবে, তাদেরকেই মানুষ বেছে নেবে নির্বাচনের মাধ্যমে।

দেশের নির্বাচন ব্যবস্থায় এইচএম এরশাদ যে গণতান্ত্রিক পদ্ধতি চালু করেছিলেন, আগের সরকারগুলো সেই গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

জিএম কাদের বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও, সব সরকারই ক্ষমতায় গিয়ে একনায়কতন্ত্র চালু করেছে। এর পরিবর্তন ঘটাতে হবে।

এসময় একটি নিয়মতান্ত্রিক রাজনীতির ভেতর থেকে দেশের রাজনীতিতে থাকতে চান বলে জানান জাপা চেয়ারম্যান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন