জাতীয় ডেস্ক :
রংপুরের পীরগঞ্জে একটি পটলক্ষেত থেকে নাহিদ (২৫) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালদিঘী এলাকার একটি পটলক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাহিদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকার হাফিজার রহমানের সন্তান। দীর্ঘদিন থেকে রংপুরের পীরগঞ্জের খালাশপীরে বসবাস করে আসছিলেন তিনি।
পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী সময় সংবাদকে জানান, দুপুরে ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে উপজেলার লালদিঘী এলাকায় একটি পটলক্ষেতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে। সোমবার (১০ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
