হোম রাজনীতি পল্লীনিবাসের ঘটনায় ঢাকায় বিক্ষোভ

পল্লীনিবাসের ঘটনায় ঢাকায় বিক্ষোভ

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

অনলাইন ডেস্ক :
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পল্লীনিবাসে হামলা ও তার ছেলে রাহগীর আল মাহে সাদ এরশাদ ও তার স্ত্রীকে লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

ঘটনা নিয়ে পার্টির শীর্ষনেতারা নীরব কেন তা জানতে চাওয়া হয়েছে সমাবেশ থেকে। ঘটনার সাথে শীর্ষনেতারা জড়িত কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পার্টির একাধিক প্রেসিডিয়াম সদস্য।

শনিবার (৬ জুন) বিকেলে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সেক্রেটারি শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, মেজর (অব.) খালেদ আখতার, ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, রেজাউল করিম রেজা।

হুঁশিয়ারি দিয়ে সমাবেশের সভাপতি পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, এরশাদের পল্লীনিবাসে তারই ছেলে ও পুত্রবধুর ওপর হামলা প্রকারান্তরে এরশাদ ও জাতীয় পার্টির ওপর হামলা। এ ঘটনাকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না।

তিনি বলেন, ‘একজন সাংসদের ওপর এ ধরনের হামলার পরও পার্টির চেয়ারম্যান-মহাসচিব নীরব কেন? কেন তাদের বহিষ্কার করা হয়নি? তাহলে কি এর সঙ্গে আপনারাও জড়িত? নেতা-কর্মীরা জানতে চায়। দ্রুত হামলাকারীদের বিচার না হলে আমরাই বিচার করবো।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন