নিজস্ব প্রতিনিধি :
তালায় জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে সাবাড় করেছে দূর্বত্তরা। এ ঘটনায় তালা থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শাহিদা বেগম। শাহিদা বেগম তালা উপজেলার নলতা গ্রামের সবুর সরদারের স্ত্রী।গত ৩ অক্টোবর সকালে তালা উপজেলার নলতায় এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, একই এলাকার রহিম সরদার, করিম সরদার,ও রাশিদা বেগম গংদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল ভুক্তভোগীর । এ নিয়ে প্রায় তাদের সাথে ঝামেলার সৃষ্টি হত ভুক্তভোগীর। ঘটনার দিন সকালে দূর্বিত্তরা হঠাৎ বাড়িতে এসে বসত বাড়িতে ভাংচুর চালায়। ওই সময় তারা নগদ ৫০হাজার টাকা সহ টিউবয়েলটি ছিনিয়ে নিয়ে যায় ।এরপর তারা বাড়ির পাশের ৬/৭টি মেহগনি গাছ কেটে প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতিসাধন করে বলে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী।
এদিকে অভিযোগ অস্বীকার রহিম সরদার বলেন, শাহিদার সাথে বাকবিতণ্ডা হয়েছে সত্য কিন্তু তার বাড়িতে কোন ভাংচুর করা হয় নি।তবে তাদের বসত বাড়িতে আমাদের জমির কিছু অংশ আছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু জিহাদ ফকরুল আলম জানান, অভিযেগের বিষয়টি তদন্তধীন রয়েছে। দ্রুত বিষয়টা নিস্পত্তি করা হবে।
