জাতীয় ডেস্ক :
নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে মারধরের পর টিনের চালার বাঁশে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: স্বামী নাঈম হোসেন (২৭) ও শাশুড়ি আরবি বেগম (৫০)। তাদের বাড়ি একই এলাকায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় এলাকার নাঈম হোসেনের সঙ্গে স্ত্রী রাত্রি খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এ নিয়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদের ঝগড়া হলে রাত্রিকে স্বামী ও শাশুড়ি মারধর করে ঘরের টিনের চালার বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
এলাকাবাসী বাড়িতে চিৎকার শুনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করে। পাশাপাশি নাঈম হোসেন ও শাশুড়ি আরবি বেগমকে গ্রেফতার করা হয়।
আব্দুল মতিন বলেন, এ ঘটনায় শনিবার (৮ অক্টোবর) সকালে নিহত গৃহবধূর বাবা রঞ্জু প্রামাণিক স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, যৌতুক না দেয়ায় পিটিয়ে রাত্রিকে হত্যা করা হয়।
ওসি আব্দুল মতিন আরও বলেন, রাত্রির মরদেহ ময়নাতদন্ত শেষে দুপুরে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
