পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে বাল্য বিয়ের অভিযোগে স্থানীয় কাজী সহ পৃথকভাবে বর-কনে পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (০৭ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন। বাল্য বিয়ে দু’টির পৃথকভাবে আয়োজন করা হয় উপজেলার চিরাপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া ও সুবিদপুর গ্রামে।
দন্ডপ্রাপ্ত কাজী হাবিবুর রহমান ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী ও স্থানীয় সুবিদপুর গ্রামের মৃত হাফেজ তানজের আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পারসাতুরিয়া গ্রামের অষ্টম শ্রেনিতে পড়ুয়া এক মাদরসা ছাত্রী (১৩) এর রাজশাহী জেলার গোদাবাড়ি উপজেলার হানিফ আলীর ছেলে ইছারব আলীর সাথে বিয়ের আয়োজন করা হয়। ওই বিয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়নের কাজী মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই দিন উপজেলা পারসাতুরিয়া গ্রামের রজিম সিকদারের ছেলে সৌদি প্রবাসী সজিব সিকাদারের সাথে উপজেলার সুবিদপুর গ্রামের এক স্কুল ছাত্রীর (১৪) বাড়িতে বাল্য বিয়ের আয়োজন করা হয়। এ সময় ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ের প্রস্তুতি চলাকালে বরের ও কনের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই বিয়েতে জড়িত থাকার অভিযোগে আরো দু’জনে পৃথকভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেদা খাতুন রেখা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকালে ওই বাল্য বিয়ের আয়োজনকারী কন্যা পক্ষের বাড়িতে গিয়ে বিয়ের সকল তথ্য প্রমান সহ বর পক্ষকে পাওয়া যায়। এ সময় কাজীকে ১০ হাজার টাকা, বর-কনে পক্ষকে ২০ হাজার টাকা ও দুই জনকে ২ হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।