হোম খেলাধুলা বুমরাহকে ছাড়াও শিরোপা জিততে পারে ভারত: শাস্ত্রী

খেলাধূলা ডেস্ক :

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে পাবে না জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার মতো দুজন পরীক্ষিত ক্রিকেটারকে। যা টিম ইন্ডিয়াকে দারুণ ভোগাতে পারে। দলটির সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন, বুমরাহ-জাদেজার সার্ভিস ছাড়াও বিশ্বকাপ জিততে পারে ভারত।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। তার পরই ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন শাস্ত্রী। এক বছরের মধ্যে আরও একটি বিশ্বকাপ। এবার কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু প্রতিযোগিতায় নামার আগেই চোটের কারণে দল থেকে বাদ বুমরাহ এবং জাদেজা। যা চিন্তায় রাখবে কোচকে।

কিন্তু শাস্ত্রী মনে করেন, বুমরাহরা চোটে পড়ায় নতুন তারকা খুঁজে পেতে পারে ভারত। এ সম্পর্কে ক্রিকইনফোকে তিনি বলেন, ‘বুমরাহ, জাদেজা না থাকা অবশ্যই দলের ক্ষতি। কিন্তু এটা নতুন চ্যাম্পিয়ন খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে পারে। বুমরাহর চোটটা খুবই দুর্ভাগ্যজনক। এখন অনেক বেশি ক্রিকেট খেলা হয়। চোটও লাগে। বুমরাহও চোট পেয়েছে। তবে এটার ফলে নতুন কেউ সুযোগ পাবে। চোট পেলে আর কী করা যাবে?’

শাস্ত্রী যোগ করেন, ’ভারতের দল দারুণ। যথেষ্ট শক্তিশালী। সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারলে যে কেউ প্রতিযোগিতা জিততে পারে। শুরুটা ভাল করতে হবে। সেমিফাইনালে উঠতে হবে। আমাদের যে শক্তি আছে, তাতে বিশ্বকাপ জেতা সম্ভব।’

চোটে পড়া বুমরাহর পরিবর্তে এখনো কারও নাম ঘোষণা করেনি ভারত। কোচ দ্রাবিড় ইঙ্গিত দিয়েছেন যে মোহাম্মদ শামি সুযোগ পেতে পারেন ১৫ জনের দলে, সুযোগ মিলতে পারে দীপক চাহারেরও। তবে এ দুজনের মধ্যে শাস্ত্রীর পছন্ত শামি।

শামিকে বেছে নিয়ে শাস্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে শামির অভিজ্ঞতাই হল ওর শক্তি। শেষ ছয় বছরে অনেক বার অস্ট্রেলিয়ায় খেলতে গেছে ভার, সেই সব দলে ছিল শামি। সেই অভিজ্ঞতার দাম আছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন