হোম খেলাধুলা যেখানে পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক :

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচ হারলেও পাকিস্তানের চেয়ে ছক্কা হাঁকিয়েছে বেশি বাংলাদেশ। তবে চারের সংখ্যায় বাবর আজমদের চেয়ে কিছুটা পিছিয়ে ছিল নুরুল হাসান সোহানরা।

শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সমর্থ হয় টিম টাইগার্স। ব্যাটারদের সেই চিরচেনা ব্যর্থতায় হাতের নাগালে থাকা ম্যাচে শেষ পর্যন্ত ২১ রানের হারে মাঠ ছাড়তে হয়।

তবে পাকিস্তানি ব্যাটারদের চেয়ে ছক্কা মারায় এগিয়ে ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। রিজওয়ানরা ছক্কা হাঁকিয়েছে ৪টি। অন্যদিকে, বাংলাদেশ মেরেছে পাঁচটি।

পাক ইনিংসে ৫০ বলে অপরাজিত ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান দুটি এবং শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে একটি করে ছক্কা।

এছাড়া বাংলাদেশের হয়ে শেষ দিকে ঝড় তোলা ইয়াসির আলী রাব্বি দুটি ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও আফিফ হোসেন একটি করে ছক্কা মেরেছেন।

ছক্কায় এগিয়ে থাকলেও চারে পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তান যেখানে মেরেছে মোট ১৮টি চার, বাংলাদেশের সেখানে ১২টি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন