হোম জাতীয় নির্বাচনের আগে সংলাপ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো সংলাপ হবে না।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আগামী নির্বাচনে বিএনপিসহ অনেক দল অংশ নেবে না বলে আসছে- এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার কী ভাবছে– এ ধরনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনের আগে কোনো সংলাপ হবে না। নির্বাচনে অংশ নেয়া যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। আমরা কিছু চাপিয়ে দিতে চাই না। তবে চাইবো- সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।’

তিনি বলেন, ‘ভোট চুরি করে কখনো ক্ষমতায় বসেনি, বসবেও না আওয়ামী লীগ। আমরা চাই, সব দল নির্বাচনে আসুক। কিন্তু কাউকে জিতিয়ে দেয়ার শর্তে তো আনা যায় না।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন