জাতীয় ডেস্ক :
খুলনার বড় বাজারের ডেল্টা ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বড় বাজারের ব্যবসায়ী উজ্জ্বল ব্যানার্জি বলেন, দুর্গা পূজার শেষ দিনে বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। অল্প কিছু দোকান খোলা থাকায় আগুন লাগার খবর দ্রুত জানতে পারি। এছাড়া আরও বেশি ক্ষতি হতো।
কাপড় দোকানের মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, কংস বাণিজ্য ভাণ্ডার থেকে প্রথম ধোয়ার সূত্রপাত হয়। পরে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর মধ্যেই ৭টি দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।
অভিযোগ করে বাজারের এক ব্যবসায়ী বলেন, ফোন দেয়ার অন্তত এক ঘণ্টা পরে ফায়ার সার্ভিস আসে। তারা যদি ঠিক সময়ে আসতো তাহলে এত ক্ষয়ক্ষতি হত না।
জিয়াউর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বড় বাজার এলাকায় যত্রতত্র অসংখ্য তারের কারণে আগুন লাগলে ঝুঁকি বেশি থাকে। এছাড়া রাস্তাঘাট সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও ঠিক সময়ে আসতে পারে না।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, বড় বাজার নদী সংলগ্ন দোকানে আগুন লেগেছে। বুধবার দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।