আন্তর্জাতিক ডেস্ক :
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে অভিজ্ঞ হাতে দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল নারী নেত্রী হিসেবেই নন, নেতৃত্বগুণ দিয়েও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। হাজারো বাধাবিপত্তি উপেক্ষা করে দূরদর্শী বিচক্ষণতায় বিশ্বের বুকে বাংলাদেশকে তিনি দাঁড় করিয়েছেন উন্নয়নের রোল মডেল হিসেবে। তবে এবার ভিন্ন এক গুণের জন্য শেখ হাসিনাকে প্রশংসায় ভাসিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাস্যরস, বুদ্ধিমত্তা এবং একজন নেত্রী হিসেবে যে ভূমিকা পালন করছেন তার ব্যাপক প্রশংসা করেছেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট পেটুলা ডভোরাক। তবে বিশ্বনেতা হয়েও যেভাবে তিনি নিজের পরিবারকে সময় দেন, একজন স্নেহময়ী মা এবং দাদির দায়িত্ব পালন করেন; কলামিস্ট পেটুলার কাছে তা এক বিস্ময়। একজন প্রধানমন্ত্রীর এমন গুণে পুরোপুরি মুগ্ধ তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় উত্তর ভার্জিনিয়ার রিটজ-কার্লটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার নেন পেটুলা। এই সাক্ষাৎকার নিয়েই সোমবার (৩ অক্টোবর) ওয়াশিংটন পোস্টে প্রকাশিত কলামে পেটুলা লিখেছেন, ‘এই নারী (শেখ হাসিনা) নিজেই একটি শক্তি’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নানা অর্জন ও সংগ্রামের কথাও উল্লেখ করা হয়েছে এ কলামে।
পেটুলা লিখেছেন, সাক্ষাৎকার নেয়ার জন্য আমরা তার (শেখ হাসিনা) অনুবাদক এবং চিফ অব স্টাফের সঙ্গে সুন্দর একটি রুমে গিয়ে বসি। সেখানে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের একটি বড় ছবি ছিল, যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি হিসেবে শেখ হাসিনা এখন পর্যন্ত মোট ১৮ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
২০১৫ সালে বাংলাদেশ সফরকালে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে #DespiteBeingAWoman (নারী হওয়া সত্ত্বেও) লেখা একটি হ্যাশট্যাগের উদ্ভব হয়।
ওই সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আমি খুশি যে একজন নারী হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।’
মোদির এ ভাষণ থেকেই মূলত #DespiteBeingAWoman হ্যাশট্যাগটির উদ্ভব হয় এবং পরে তা ছড়িয়ে পড়ে। যদিও এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গর্বের বিষয় বলেই বিবেচিত হয়।
পেটুলা তার কলামে লিখেছেন, ‘আমি যখন শেখ হাসিনার কাছে ওই হ্যাশট্যাগের বিষয়ে জানতে চাই, তিনি ‘নারীরা পুরুষের চেয়ে ভালো’ বলেই হেসে ওঠেন।’
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাক্ষাৎকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলেন যে কীভাবে একজন প্রধানমন্ত্রী স্নেহময়ী মা এবং দাদির দায়িত্বও নিয়মিত পালন করার সময় পান। যার উত্তরে শেখ হাসিনা বলেন, ‘আমার ছেলের বাড়িতে, আমার নিজের রান্নাঘর আছে, যা শুধু আমার জন্য।’
কলামে আরও লেখা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী সরকারপ্রধান হওয়ার পাশাপাশি রাশিয়ার চেয়ে বেশি জনসংখ্যার একটি দেশকে নেতৃত্ব দেয়া এবং অন্তত ২০টি হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা একজন দাদিও। এ জন্যই নিজের ৭৬তম জন্মদিন তিনি যুক্তরাষ্ট্রে তার ছেলে এবং ১৬ বছর বয়সি নাতনির সঙ্গে উদ্যাপন করেছেন।’
ওয়াশিংটন পোস্টের কলামে বলা হয়েছে, শেখ হাসিনা গত দশকে বাংলাদেশে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছেন, শিক্ষার সুযোগ প্রসারিত করেছেন এবং আবাসনে পরিবর্তন এনেছেন। এছাড়া স্বাস্থ্য পরিচর্যা এবং আবাসনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বাংলাদেশকে উন্নত করতে সাহায্য করেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
