হোম ফিচার কলারোয়ায় দূর্গা পূজা উপলক্ষ্যে ২০০শ অস্বচ্ছল পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

সংকল্প ডেস্ক :

কলারোয়ায় শারদীয় দুর্গা পূজায় সনাতন ধর্মালম্বী ২০০শ অস্বচ্ছল অসহায়-দুস্থ মানুষের মাঝে পূজা উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২অক্টোবর) সপ্তমীর বিকালে পৃথক সময়ে বিভিন্ন পূজা মন্ডপে অসহায়দের হাতে উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

কলারোয়া পৌরসভার দক্ষিণ মুরারীকাটি সার্বজনীন পুজা মন্ডপ ও হরিসভা পুজা মন্ডপে সহ ৪টি মন্ডপের ২০০ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্তি জেলা প্রশাসক তুষার কান্তি পাল, পৌরসভার প্যালেন মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর দিতি খাতুন, শফিউল ইসলাম শফি, আলফাজ উদ্দীন, ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নির্মল মন্ডল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী সহ পূজয় উপস্থিতা
দর্শনার্থীবৃন্দ।

পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, প্রতিবারের ন্যায় এবারও ৪টি মন্ডপের ২০০শ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়। মুরারীকাটি ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ওই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন