হোম জাতীয় ‘পূজার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করলে কঠোরভাবে প্রতিহত করা হবে’

জাতীয় ডেস্ক :

শারদীয় দুর্গোৎসব ঘিরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

রোববার (২ অক্টোবর) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় আইভী বলেন, ‘রাজনৈতিক বা সাম্প্রদায়িক উসকানি দিয়ে কেউ পূজার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে এ উৎসব পালন করবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ সনাতন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শন শেষে মেয়র আইভী পূজা উপলক্ষে রামকৃষ্ণ মিশনে সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্মিত সুদৃশ্য তোরণ উদ্বোধন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন