জাতীয় ডেস্ক :
কক্সবাজারের টেকনাফ থেকে আবারও এক কৃষক অপহৃত হয়েছেন। শনিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় নিজের পেয়ারা বাগানে কাজ করার সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃত কৃষকের নাম মোহাম্মদ শফিক (৩০)। তিনি ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, অপহৃত শফিকের বাবা আবদুল গফুর তাকে জানিয়েছেন, মরিচ্যাঘোনা এলাকায় তাদের পেয়ারা বাগানে কাজ করার সময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী তার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। পরে একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। বিষয়টি তিনি (আবদুল গফুর) পুলিশকে অবহিত করেছেন।
তবে এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এমন কোনো বিষয় তা জানা নেই। খোঁজ-খবর নিচ্ছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) একই এলাকা থেকে চারজনকে অপহরণ করা হয়েছিল। যেখান থেকে আহত একজনসহ দুইজন পালিয়ে আসলেও মুক্তিপণের টাকা দিয়ে ফিরেছেন বাকি দুইজন।
