ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পরিষদের বিনা প্রতিদ্বদ্বিতায় নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির’ ভাইয়ের পক্ষ থেকে রাজাপুরে ২১ পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।
শনিবার বিকাল ৫ ঘটিকার সময় রাজাপুর শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে আঙ্গিনায় রাজাপুর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,ঐক্য পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রাজাপুর কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বাবু প্রাণবল্লভ সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি , পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়রাম তেওয়ারি, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্য সচিব বাবু নিত্যানন্দ সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু গোপাল কর্মকার, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের প্রতিষ্ঠাতা পরিমল কর্মকার, রাজাপুর ঐতিহ্যবাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজী ।
এসময় রাজাপুর ২১ টি পূজা মন্ডপে পনির ভাইয়ের পক্ষ হতে রাজাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সঞ্জীব কুমার বিশ্বাসের হাত থেকে আর্থিক অনুদান গ্রহণ করেন বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
