ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রনালয়ের এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম (এটুআই) প্রকল্পের পরিচালক ও যুগ্ন-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর সহ বিভিন্ন কর্মকর্তাগন বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পরির্দশকালে এসময় তাঁর সাথে ছিলেন এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মকর্তারা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, স্বর্গীয় মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুপেয় পানি ব্যবস্থাপনা প্রকল্প, অর্গানিক বেতাগা, বেতাগা পাবলিক লাইব্রেরী ও লোক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।
এটুআই প্রকল্পের পরিচালক ও যুগ্ন-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, স্মার্ট ফকিরহাট উপজেলা গড়ার লক্ষ্যে বেতাগা ইউনিয়ন অনেক এগিয়ে গেছে। এখানে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বিনির্মাণে দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং, কৃষি, মৎস্য, শিক্ষার উন্নয়নে কাজ করছে। তিনি বেতাগা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে সনোতাষ প্রকাশ করেন।
