বিনোদন ডেস্ক :
৩০ সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডায়াল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ডিএ তায়েব ও অপু বিশ্বাস। সিনেমাটি প্রচারণায় এরই মধ্যে প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘ঈশা খাঁ’ সিনেমায় অমিত হাসানও অভিনয় করেন বলে সংবাদ প্রকাশ হয়। তবে তিনি এ সিনেমায় অভিনয় করেননি বলে সাংবাদিকদেরকে জানান।
অমিত হাসান বলেন, ‘ডি এ তায়েব আমার এলাকার। ওনার সিনেমায় অভিনয় করতে পারলে আমার ভালো লাগত। আমার কাছে অভিনয়ের প্রস্তাব এলেও আমি অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় তার সিনেমাটি করতে পারিনি। আসলে আমারও খুব ইচ্ছা ছিল সিনেমাটিতে কাজ করার। কিন্তু ব্যাটে-বলে হয়নি। তবে এই সিনেমায় আমি অভিনয় না করেও গণমাধ্যমে ভুলবশত আমার নাম প্রকাশ হচ্ছে।’
অমিত হাসান আরও বলেন, ‘ঈশা খাঁ’ সিনেমার জন্য আমার শুভকামনা। সিনেমাটি যেন দর্শক হলে গিয়ে দেখেন। বাংলাদেশের নিজস্ব গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এককথায় দেশের ইতিহাসনির্ভর এ সিনেমা। দর্শককে আবারও বলব সিনেমাটি যেন তারা হলে গিয়ে দেখেন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়াও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
