ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী বাজারটি বেহাল দশায় পরিনত হয়েছে। বৃষ্টির ফলে মাঠটি পানি-কাদা ভরে গেছে। এমন পরিস্থিতির মধ্যেও করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে ক্রেতা-বিক্রেতারা জিনিসপত্র ক্রয়-বিক্রয় করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে থেমে থেমে প্রবল বৃষ্টির মাঠে কাদা পানিতেই বসেছে সবজি ও মাছের দোকান।
দোকানিদের সাথে কথা হলে তারা বলেন, এমন পরিস্থিতিতে কেউ কাদা পানিতে বাজার করতে আসতে চাইনা। সবাই উপরের বাজারের দোকান থেকে কিনে নিয়ে চলে যায়। এতে তাদের বিক্রি কমে গেছে। এমন অবস্থা চলতে থাকলে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। অপরদিকে কাদা পানির কারণে বসতী দোকান গুলোতে ক্রেতারা ভীর জমাচ্ছে।
যে কারণে করোনা মহামারীতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। লখপুরে করোনায় ইতিমধ্যে দুজন আক্রান্ত হয়েছে। তারপরও সচেতন হয়নি সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ইচ্ছামত। এমন ভাবে চলতে থাকলে করোনাভাইরাস সংক্রমিত হয়ে মহামারী আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীন জানান, এ বিষয়ে খুব দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।