নড়াইল অফিস :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে নড়াইলে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় ।
বুধবার (২৮সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর পৌরসভার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরনের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা শিশুদের হাতে গাছের চারা তুলে দেন। এদিন সদর উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে মা সমাবেশ অনুষ্ঠত হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে নড়াইল পৌর সভার উদ্যেগে বিশাল কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ালীগ জেলা সভাপতি এড, সুবাস চন্দ্র বোস,পৌর মেয়র আন্জুমান আরা, পৌর কাউন্সিলর ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচানীগন।
নড়াইল জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা শিশু একাডেমীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। একাডেমির চেয়ারম্যান সালমা রহমান কবিতার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা ওয়ালিউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদারসহ একাডেমীর শিশুরা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
