হোম অন্যান্যসারাদেশ ইউপি চেয়ারম্যান আজিজুলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা তালা উপজেলার কুমিরায় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন বাজারে ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। কুমিরা ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, ইউপি সদস্য মফিজুল ইসলাম, আ”লীগ নেতা গাজী আলাউদ্দীন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তরা বলেন, একদল ভুমিদস্যু ও দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানকে ষড়যন্ত্র মুলক ভাবে কথিত মানববন্ধনের নামে সমাজে হেও প্রতিপন্ন করতে চাইছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধনে যে জমি দখল করার কথা হয়েছে ওই জমি বাজার উন্নয়নের জন্য ইউপি চেয়ারম্যান আজিজুল জমির মালিক গাজী সুজাউদ্দীনের কাছ থেকে ৭০হাজার টাকায় ক্রয় করে জনসাধারণের জন্য স্থাপন তৈরি করে দিয়েছে।এছাড়া ইউপি চেয়ারম্যান সকল ক্ষুদ্র ব্যাবসায়ীদের সার্থে নতুন বাজার স্থাপন সহ উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানে সুজাউদ্দীনের সাথে এলাকার কিছু ভুঁইভোড় সংগঠন সম্মিলিতভাবে শ্রমিকদের ব্যানারে কথিত মানববন্ধন করে চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করতে চাইছে। আচিরে সকল যড়যন্ত্রের জাল ছিন্ন করে বাজারে উন্নয়ন করা হবে বলেন বক্তরা। এর আগে সকালে পাটকেলঘাটা বাজারে পাঁচরাস্তার মোড়ে কিছু দূষ্কৃতি লোক সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে কথিত মানববন্ধন কর্মসূচি পালন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন