হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই বৃদ্ধসহ ৩ জনকে মারপিটের অভিযোগের উঠেছে। এ ঘটনায় উপজেলার বাগদহা গ্রামের আবু বক্কার মোড়ল ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগদহা গ্রামের মৃত আবদুল করিম মোড়লের ছেলে বৃদ্ধ আবু বক্কার মোড়লের (৬৫) সঙ্গে জমি জায়গা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মৃত আবদুল করিম মোড়লের ছেলে রজব আলী মোড়লের সাথে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচার হয়। কিন্তু বিবাদীরা কোন সালিশ মানে না। তারা এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। অহেতুক নিরিহ মানুষদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে।

উক্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দা ও লাঠি সোটা নিয়ে বসত বাড়িতে এসে একই গ্রামের বিবাদী সুমন হোসেন (২৭), রজব আলী মোড়ল (৫৬), অঞ্জুয়ারা খাতুন (৩০) ও হামিদা বেগম (৫৩) হামলা চালায়। তাদের হামলায় ও মারপিটে বৃদ্ধ আবু বক্কর (৬৫), তার বড় ভাই শরিয়াতুল্লাহ মোড়ল (৭০) ও ভাইপো আব্দুল হান্নান (৩৬) আহত হন। এ সময় তারা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

স্থানীয়রা বিবাদীদের কবল থেকে আবু বক্কার মোড়লসহ হামলায় আহত তিনকে উদ্ধার করে। হামলায় গুরুতর আহত আবু বক্কর মোড়লকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং অন্যরা স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত আবু বক্কর মোড়ল সামান্য সুস্থ হয়ে উক্ত বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সুমন হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

কেশবপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন