হোম জাতীয় ২০ লাখ টাকা ছিনতাই, চক্রের মূল হোতা সাবেক কনস্টেবল ‘শাহীন পুলিশ’

জাতীয় ডেস্ক :

সাবেক কনস্টেবল গোলাম মোস্তফা শাহীন ওরফে শাহীন পুলিশ ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়িতে তুলে এক স্বর্ণ ব্যবসায়ীর ২০ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। ১৮ দিন পর ওই ঘটনায় মূল হোতা শাহীনসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: শাহীন (৫০), মো. শাহাদৎ হোসেন (২৬), সাইদ মনির আল মাহমুদ (৩৬), মো. রুবেল ইসলাম (৩০) ও মো. জাকির হোসেন (৩৫)।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা, কলাবাগান ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই-ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাডো গাড়ি, ছিনতাই করা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, দুটি কালো কটি, একটি স্টিলের লাঠি, হাতুড়ি, প্লাস, স্পার্কার (পিস্তলসদৃশ বস্তু) ও একটি র‌্যাত উদ্ধার করা হয়।

পুলিশের সাবেক কনস্টেবল শাহীন ২০০৮ সালে বিভিন্ন অপকর্মের কারণে চাকরিচ্যুত হন। ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনসহ তার বিরুদ্ধে মামলা রয়েছে ২০টি। একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারেও যান তিনি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, এ চক্রের মূল হোতা গোলাম মোস্তফা শাহীন ওরফে শাহীন। তার নেতৃত্বে রাজধানীতে সংঘটিত হয় ডাকাতি।

তিনি বলেন, ব্যাংক গ্রাহকদের টাকা ছিনিয়ে নিত শাহীনের লোকজন। কেউ ব্যাংক থেকে টাকা তুলে বের হলে শাহীনের লোকজন মোটরসাইকেলে তাকে ফলো করত। এরপর নির্দিষ্ট স্থানে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গাড়িতে তুলে চোখ বেঁধে সর্বস্ব লুটে নিত তারা।

এই চক্রে আর কোনো পুলিশ জড়িত কি না–জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, এখনও কোনো পুলিশের নাম পাওয়া যায়নি। শাহীন চাকরিচ্যুত হওয়ার পর চুরি-ছিনতাইকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এর আগেও গ্রেফতার হয়েছিল সে। তার বিরুদ্ধে মামলা রয়েছে ২০টি। এ ছাড়া গ্রেফতার অন্য ডাকাতদের বিরুদ্ধে দু-তিনটি করে মামলা রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন