হোম আন্তর্জাতিক পুতিনের ঘোষণার পর দেশ ছেড়ে পালাচ্ছেন রুশ পুরুষরা

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন রুশ পুরুষরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনার আংশিক মোতায়েনের ঘোষণার পরই পালাতে শুরু করেছে রাশিয়ার নাগরিকদের একাংশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রুশ সীমান্তগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ফিনল্যান্ড ও জর্জিয়া সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। খবর রয়টার্স ও বিবিসির।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে যুদ্ধ করতে রাশিয়ার রিজার্ভ সেনাবাহিনী গঠন শুরু হয়েছে। শুরুতেই বাহিনীতে যোগ দেয়ার ডাক পড়েছে রাজধানী মস্কোর নাগরিকদের। এ জন্য এরই মধ্যে একটি ডিক্রি জারি করেছেন মস্কোর মেয়র। এতে প্রতি সেনাকে মাসিক ৫০ হাজার রুবল বেতন প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

ইউক্রেনে চলমান সামরিক অভিযানের প্রায় সাত মাসের মাথায় বুধবার (২১ সেপ্টেম্বর) এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনার একাংশকে মোতায়েনের ঘোষণা দেন। তার এ ঘোষণার পরপরই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে সরকার।

পুতিনের ঘোষণা মোতাবেক রাশিয়ার রিজার্ভ সেনার প্রায় তিন লাখ যোদ্ধাকে ইউক্রেনে পাঠানো হবে। রয়টার্স জানিয়েছে, পুতিনের ওই ঘোষণার পরপরই দেশ থেকে পালাতে শুরু করে কিছু রুশ নাগরিক। বিবিসি জানিয়েছে, জর্জিয়া-রাশিয়া সীমান্তে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনমতে, রাশিয়ায় ট্রেন ও বিমানের টিকিট বিক্রি বেড়ে গেছে। পলায়নপর এসব নাগরিকের অনেকেরই আশঙ্কা, নির্দিষ্ট বয়সের পুরুষদের রাশিয়া ছাড়তে দেয়া হবে না।

তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, পুতিনের এই ঘোষণা পেশাদার সৈনিক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এরপরও বিমানের টিকিট কেনার জন্য রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সাইট এভিয়াসেলের গুগল ট্রেন্ড ডেটায় দেখা গেছে, মস্কো থেকে তুরস্কের ইস্তাম্বুল ও আর্মেনিয়ার ইয়েরেভান পর্যন্ত সরাসরি ফ্লাইটের সব টিকিট বুধবারের মধ্যে বিক্রি হয়ে গেছে। এই দুই দেশই রুশদের ভিসা ছাড়া প্রবেশ করতে দেয়।

এ ছাড়া মস্কো থেকে জর্জিয়ার রাজধানী তিবিলিসিসহ অন্য অনেক রুটের টিকিটও বিক্রি হয়ে গেছে। মস্কো থেকে দুবাইয়ের ফ্লাইটের ভাড়াও প্রায় পাঁচ গুণ বেড়েছে।

এদিকে ইউক্রেনে পুতিনের নতুন করে সেনা মোতায়েনের ঘোষণার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। বুধবার থেকে রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে পুতিনবিরোধী বিক্ষোভ করছে শত শত মানুষ। বিক্ষোভকারীদের দমনে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে ১৩ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন