হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় হাসপাতাল’র সম্মেলন কক্ষে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন, মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত -ই- খুদা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, বিএমএ’র সভাপতি ডা. শেখ আজিজুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল, গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, জনবল সংকট প্রসঙ্গ, হাসপাতালের বহিরাগমন গেইট নির্মাণ, হাসপাতালের বিল্ডিংয়ে রংকরণ ও মেরামত এবং মেডিকেল কলেজ হাসপাতালের সকল যন্ত্রপাতি সার্ভিসিং ও জরুরী প্রয়োজনীয় বিষয়সহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন