হোম Uncategorized মরহুম হাবিবুর রহমান তার কর্ম ও গুণে সাতক্ষীরার মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন-স্মরনসভায় এমপি রবি

মরহুম হাবিবুর রহমান তার কর্ম ও গুণে সাতক্ষীরার মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন-স্মরনসভায় এমপি রবি

কর্তৃক
০ মন্তব্য 85 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় সাবেক সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিকাল ৫টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাবেক এমপি হাবিবুর রহমান ছিলেন নির্লোভ ও গুণী পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তিনি আমার পিতার খুব কাছের মানুষ ছিলেন। তার বহু স্মৃতি মানুষ আজো মনে রেখেছে। মরহুম হাবিবুর রহমান তার কর্ম ও গুণে সাতক্ষীরার মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।’
সাবেক সাংসদ এর স্মৃতিচারণ করে স্মরনসভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাবেক পৌর আওয়ামী লীগের সবাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, নির্বাহী সদস্য পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, আশরাফুল করিম ধনি প্রমুখ। এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর ডীপ বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহবুব আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এর মেঝ ছেলে মো. মশিউর রহমান বাবু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন