দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ‘১৯৭১ এ বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর) বিকালে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুদ্ধকালিন ৮নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর বিক্রম মাহবুব উদদিন আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে যুদ্ধের স্মৃতিচারণ করেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন।
সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে স্মৃতিচারণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ সূধিবৃন্দ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দেলোয়ার হোসেন ও গোলাম মোর্শেদ লিটন।
