ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মডেল থানায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে। রোববার রাতে মামলা দুটি দায়ের করা হয়েছে।
দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা কনক মন্ডল মামলার বরাত দিয়ে জানান, গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ঘের ও জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘষের ঘটনায় উভয় পক্ষের ৫জন কম-বেশী আহত হয়। এ ঘটনায় ওই গ্রামের লিটন বালা বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। যার নং-১০, তারিখ-১৮/০৯/২০২২ইং।
অপরদিকে এতই ঘটনায় অপরপক্ষের অংশু ঢালী নামে এক ব্যক্তি বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। যার নং-১১, তারিখ- ১৮/০৯/২০২২ই।
এদিকে গুরুত্বর আহতদের মধ্যে সাথি বালা (৩২) নামের এক নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উভয়পক্শের মামলায় অভিযুক্তদের কেউ আটক হয়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, ডহরমৌভোগ এলাকায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় দুটি পুথক মামলা হয়েছে। মামলা দুটি বর্তমানে তদন্তধিন অবস্থায় রয়েছে।
