হোম জাতীয় চাঁদপুরে আবাসিক হোটেল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ শুভ (২২) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের মতলব বাজারের সাবেক ফেরিঘাট এলাকার আজমিরি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শুভ মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী। কয়েকদিন আগে দুবাই থেকে তিনি দেশে ফেরেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আজমিরি হোটেলের ১৯ নম্বর কক্ষটি ভাড়া নেন শুভ। রোববার দুপুর ১২টার দিকে হোটেলের ক্লিনার ওই কক্ষটি পরিষ্কার করতে যান। এসময় তিনি ডাকাডাকি করলেও দরজা না খোলায় এবং কোনো সাড়া না পেয়ে বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানান। পরে আরও লোকজন এসে বেশ কয়েকবার দরজা নক করে। এতেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে হোটেল কর্তৃপক্ষ। পরে মতলব দক্ষিণ থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে রুমে ঢুকে শুভর মরদেহ দেখতে পায়।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে এই ব্যক্তি দুবাই থেকে দেশে ফিরেছে। তার পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন