হোম জাতীয় খাবারের দোকানে ফাঁসির মঞ্চ!

জাতীয় ডেস্ক :

অপরাধী না হয়েও যাওয়া যাবে কারাগারে। অনুভব করা যাবে কীভাবে জীবনযাপন করে কয়েদিরা। উদ্যোক্তা সামসুজ্জামান রিপনের ভিন্নধর্মী ‘কারাগার রেস্টুরেন্টে’ প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ভোজনরসিকরা আসছেন।

রংপুর নগরীর পার্কের মোড়ে কয়েক দিন আগেই যাত্রা শুরু করে ‘কারাগার রেস্টুরেন্ট’। ভেতরে গেলে চোখে পড়বে জেলখানার একেকটি কক্ষ, ফাঁসির মঞ্চ। কারাগারের আদলে তৈরি করা হয়েছে কনডেম সেল, যা দেখে জেলখানার পরিবেশ উপলব্ধি করা যাবে, খাওয়া যাবে সেখানে বসেই।

ভিন্নধর্মী এই রেস্টুরেন্টে এরই মধ্যে আসতে শুরু করেছেন দর্শনার্থী ও ক্রেতারা। পরিবেশের পাশাপাশি প্রশংসা করছেন খাবারের। ক্রেতা মিনহাজ হোসেন বলেন, এখানে এসে পরিবেশটা অনেক ভালো লাগছে। এ ছাড়া কারাগারের মতো অনুভব করছি।

আরেক ক্রেতা আতিক হাসান বলেন, খাবারের মান অনেক ভালো। তা ছাড়া অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় দাম কম। ভোজনরসিক সামছুল বলেন, রংপুরের প্রায় প্রতিটি রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, কিন্তু এটার খাবারের স্বাদ খুব কম রেস্টুরেন্টে পেয়েছি।

রেস্টুরেন্টের মালিক সামসুজ্জামান রিপন বলেন, ‘ছোট থেকে নতুন কিছু করার ইচ্ছে ছিল। সে জায়গা থেকেই আসলে এই রেস্টুরেন্ট দেয়া। পাশে একটা আদালত বানানোর ইচ্ছে আছে।’

আর দশটা রেস্টুরেন্ট রেখে ব্যতিক্রমী এই রেস্টুরেন্টে প্রতিদিন ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন