হোম অন্যান্যসারাদেশ নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে লড়বে স্বতন্ত্র দুই প্রার্থী

নড়াইল অফিস :

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়বে দুই স্বতন্ত্র প্রার্থী। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী সুবাস চন্দ্র বোস আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া একইদিনে সৈয়দ ফয়জুল আমির ও শেখ মোঃ. সুলতান মাহমুদ মনোনয়নপত্র জমা দেন।

দলীয় সূত্র জানায়, সুবাস চন্দ্র বোস জেলা আওয়ামী লীগের সভাপতি। সৈয়দ ফয়জুল আমির লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শেখ মোঃ. সুলতান মাহমুদ জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে চারটি ভোট কেন্দ্র করা হয়েছে। নড়াইল জেলা শিল্পকলা একাডেমীতে দুটি এবং লোহাগড়া ও কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে একটি করে ভোটকেন্দ্র হবে। মোট ভোটার সংখ্যা ৫৫২ জন ।

চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমির বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাণিজ্য যারা করেছেন, ভোটাররা তাঁদের প্রত্যাখ্যান করবে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হব।’

আওয়ামী লীগের দলীয় প্রার্থী সুবাস চন্দ্র বোস প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে বলেন, ‘তাঁরা বিগত সময়ে অনেক অনিয়ম দুর্নীতি করেছে। জনগণ ও ভোটাররা এগুলো জানে। এ জন্য ভোটাররা তাঁদের প্রত্যাখ্যান করবে। বিজয় আমার নিশ্চিত।’

অপর প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক শেখ মোঃ. সুলতান মাহমুদ বলেন জয়ের ব্যাপারে বলেন,আমি জনগণের জন্য কাজ করে যাচ্ছি ,আগামীতেও কাজ করার ইচ্ছা আছে আশা করি ভোটাররা আমিকেই ভোট দেবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন