হোম জাতীয় প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা আব্বাসের

জাতীয় ডেস্ক :

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচন করলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে অবৈধ সরকার, কাজেই এ কমিশনের আওতাধীন নির্বাচনী কর্মকাণ্ড অবৈধ বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুদুর সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাকি গণতন্ত্র চান। তবে তিনি নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আমি নির্বাচন করব না বলে যদি পদত্যাগ করতেন, তাহলে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকত।

নির্বাচন কমিশনের রোডম্যাপের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অবৈধ, নিশিরাতে ভোট নেয়া সরকার যাকে নিয়োগ করেন সে কি বৈধ নির্বাচন কমিশন? এ অবৈধ সরকারের অধীনে বিএনপি ও দেশের জনগণ কোনো নির্বাচন মানে না। এ নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরে বা ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। বাপের তালুকদারি পাইছে আরকি! তারা বলল আর হয়ে গেল। আর আমরা বসে আঙ্গুল চুষব?

মির্জা আব্বাস আরও বলেন, এখন পর্যন্ত যত নির্বাচন কমিশন এসেছে তাদের কোনোটাই ভালো না, এরা কেউ গণতন্ত্র চায় না। বর্তমান ইসি আওয়ামী লীগের তোষামোদি করছে। তাদের ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছে। এসব লোকজন লেখাপড়া করে জ্ঞানপাপী হয়ে যাচ্ছে। এরা দেখেছে আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনারকে জ্ঞানপাপী বলে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল হাতে নিয়েছে নির্বাচন কমিশন।

খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে-মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ফুঁসে উঠেছে। সরকার পতনের আগ পর্যন্ত বিএনপির আন্দোলন চলতে থাকবে। ঐক্যবদ্ধ ও যৌথ আন্দোলনের মধ্যদিয়ে নির্বাচনের আগেই ইসি ও সরকারকে বিদায় নিতে হবে।

এ সময় সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদকে মঙ্গলবার রাতে বাসা থেকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ারও তীব্র নিন্দা জানান তিনি।

সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন