হোম অর্থ ও বাণিজ্য ডলারের আন্তঃব্যাংক বিনিময় মূল্য ১০৬ টাকা

বাণিজ্য ডেস্ক :

হঠাৎ করে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় মূল্য ১০৬ টাকা ১৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেখা যায়, ডলারের আন্তঃব্যাংক লেনদেনের বিনিময়মূল্য পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সময় সংবাদকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক ৯৬ টাকাই ডলার বিক্রি করবে। তবে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকগুলোর মধ্যে ১০৬ টাকায় ডলার লেনদেন করা হবে।

অর্থাৎ ওয়েবসাইটে প্রকাশিত এ দর বাংলাদেশ ব্যাংকের দর নয়, বরং সেটি ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করার ক্ষেত্রে ডলারের দাম। ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করবে, সেটিই হবে আন্তঃব্যাংক দাম। ওয়েবসাইটে সেটিই প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ দামে ডলার বিক্রি করবে না।

ব্যাংকগুলো যে দামে ডলার বেচাকেনা করে থাকে, সেটিকে আন্তঃব্যাংক দাম বলা হয়। এতদিন ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের দামেই ডলার কেনাবেচা করত, তাই সেটি আন্তঃব্যাংক দর হিসেবে উল্লেখ করা হতো। এ জন্যই এত দিন সেই দামই ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যাংকগুলো টাকা ও ডলারের বিনিময়মূল্য নির্ধারণ করেছে। জোগান ও চাহিদা এবং বাফেদার দামের ভিত্তিতে ডলারের এ দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে ডলার কেনাবেচার মধ্যে নেই। তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে কেনাবেচা করবে।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রেমিট্যান্স ও রফতানিতে ডলারের অভিন্ন রেট নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাফেদা।

দেশে রেমিট্যান্স হিসেবে আসা ডলারের বিনিময় হার সর্বোচ্চ ১০৮ টাকা নির্ধারণ করা হয়। রফতানি বিল নগদায়নে প্রতি ডলার ৯৯ টাকা নির্ধারণ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন