হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনেরর উদ্দ্যোগে দুস্হদের মাঝে নগদ অর্থ প্রদান

কালিগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনেরর উদ্দ্যোগে দুস্হদের মাঝে নগদ অর্থ প্রদান

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

কালিগঞ্জ  প্রতিনিধি :

সাতক্ষীরা কালিগঞ বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন উদ্দ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব রোধে কর্মহীন অসহায় জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। জাগরণী চক্র ফাউন্ডেশন কালিগঞ্জ এরিয়া অফিসের আওতাধীন ৬ টা শাখা যথাক্রমে কালিগঞ্জ, মৌতলা, তারালী, নলতা, দেবহাটার পারুলিয়া ও আশাশুনির বুধহাটা থেকে মোট ৬ শ’ জনকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। রবিবার (৩১ মে) কালিগঞ্জ এরিয়া অফিস প্রাঙ্গনে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এরিয়া ম্যানেজার নাহিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনুসর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক তাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী সাকির আহমেদ প্রমুখ। এসময় কালিগঞ্জ শাখা অফিসের সিনিয়র অফিসার (অর্থ ও হিসাব) আনিসুর রহমান, ইমাজ উদ্দীন, তুহিন মোল্যা, আব্দুল আলীম, মিঠুন কুমার রায়, কৃষ্ণপদ দাশ, মাফিজুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
জাগরণী চক্র ফাউন্ডেশন অসুস্থ নারীদের চিকিৎসা সহায়তা, গরীব পরীক্ষার্থীদের বোর্ড ফিস্ প্রদান, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন