জাতীয় ডেস্ক :
রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহন উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চার্লসকে রাজা ঘোষণা করা হয়। পরে রাজা হিসেবে শপথ নেন তিনি।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে রাজা হন তার বড় ছেলে চার্লস। এতদিন তিনি প্রিন্স চার্লস হিসেবে পরিচিত ছিলেন। এখন তার পরিচয় হবে কিং চার্লস থ্রি বা রাজা তৃতীয় চার্লস।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনে ফিরে আসেন চার্লস। স্থানীয় সময় দুপুর ২টার দিকে বাকিংহাম প্যালেসে এসে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ‘কুইন কনসর্ট’ ক্যামিলা পার্কার।
পরে রাজা হিসেবে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করেন চার্লস। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) রাজা হিসেবে প্রথম ভাষণ দেন তিনি।
এর আগে, বৃহস্পতিবারই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এক শোকবার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে বৃহস্পতিবার মারা যান। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে ঘোষণা করা হয় যে দুপুরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তার রাষ্ট্রীয় শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।
দ্বিতীয় এলিজাবেথের পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। তার জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে বাবা রাজা জর্জের মৃত্যুর পর দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। তিনি কমনওয়েলথের প্রধান হন।
রানি দ্বিতীয় এলিজাবেথ টানা সাত দশক সিংহাসনে আসীন ছিলেন। গত জুন মাসে তিনি তার সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদযাপন করেন।
ব্রিটিশ রাজতন্ত্রের দীর্ঘ ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথই সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
