নিজস্ব প্রতিনিধি :
জীবন যুদ্ধে সংগ্রাম করা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের স্নাতক তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী ফিরোজা খাতুনের বাড়িতে ছুটে যান কলেজের পরিচালনা পরিষদের সভাপতি,অধ্যক্ষ,শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষক মন্ডলী।
শুক্রবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটার তৈলকূপি গ্রামের বাড়িতে কলেজের সভাপতি ও শিক্ষকদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফিরোজা। প্রথম শ্রেণীর একটি জাতীয় দৈনিকে ফিরোজার জীবনের নানা ঘটনা ও বর্তমান অবস্থা প্রকাশ পেলে তার বাড়িতে হাজির হন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন মো: মোকছেদুর রহমান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্ত, প্রভাষক ফারুক রহমান ও খন্দকার আনিসুর রহমান।
এসময় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অর্থিক সহযোগীতা করা হয়। প্রসঙ্গত: চারজনের পরিবারে প্রধান উপার্জনকারী ফিরোজা একজন দিনমজুর। ফিরোজা শুধু নিজেই পড়ছেন না, দুই ছেলেকেও পড়ালেখা করাচ্ছেন।