হোম অন্যান্যসারাদেশ ইউনিসেফ এর সহযোগিতায় শ্যামনগর এডভোকেসি মিটিং

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি এর লক্ষ্যে ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট-এর বাস্তবায়নে গত ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার, শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত মিটিং-এ উপজেলা একাডেমী সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মিলন হোসেন (এম ও ডি সি)। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শাকির হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজরত, এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, এবং এলাকার বিভিন্ন ইউ,পি মেম্বার, নারী নেত্রী, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডার গণ উপস্থিত ছিলেন।

উক্ত সভার মাধ্যমে ছাত্র-ছাত্রী ও সকল বয়সের মানুষের টিকা জোরদার করণ, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন ও নারীর ক্ষমতায়নের উপর আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট-এর আইএসপি মোঃ আজমীর হোসেন এবং অত্র প্রকল্পের জেলা সমন্বয়কারী কাকলি সরকার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন