হোম জাতীয় নতুন রুটে ২০০ বাস চলবে ১৩ অক্টোবর

জাতীয় ডেস্ক :

চুক্তিবদ্ধ বাস মালিকদের অসহযোগিতা, অবকাঠামোগত দুর্বলতাসহ নানা কারণে রাজধানীবাসীকে গণপরিবহনের সংকট সমাধানের স্বপ্ন দেখিয়েও বারবার হোঁচট খাচ্ছে নগর কর্তৃপক্ষ। সবশেষ পহেলা সেপ্টেম্বর বাস রুট রেশনালাইজেশনের নতুন তিনটি রুটের মধ্যে দুটিতে ১৩ অক্টোবর ২০০ বাস চালুর তারিখ ঘোষণা করা হয়েছে।

রাজধানীবাসীর মূর্তিমান আতঙ্ক যোগাযোগ ব্যবস্থা। কর্মস্থলে গমন কিংবা অফিস শেষে বাড়ি ফেরার পথে গণপরিবহনের জন্য দীর্ঘ অপেক্ষা, আবার বাসে ওঠার যুদ্ধে জয়ী হলেও সড়কেই কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা।

বছরের পর বছর ধরে চলা সংকট সমাধানে আশার আলো হয়ে দেখা দেয় বাস রুট রেশনালাইজেশন। নতুন এই প্রক্রিয়ায়, গত বছরের ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে ঢাকা নগর পরিবহন।

তবে স্বল্প সংখ্যক বাস দিয়ে মাত্র একটি রুট চালু করা গেলেও এখনও বাগে আনা যাচ্ছে না বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দক্ষিণ সিটির নগর ভবনে অংশীজনদের সঙ্গে নিয়ে ২৪তম বারের মতো সভায় বসেন দুই নগরের মেয়র। জানান, মালিকপক্ষের অসহযোগিতাসহ নানা সীমাবদ্ধতায় নতুন তিনটি রুটে বেঁধে দেয়া সময়ে চালু করা করা যায়নি বাস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নতুন এ যাত্রাপথে বিলম্বের কারণ হলো একদম নতুন বাস আমরা দিচ্ছি। সুতরাং তাদের অনুমতিপত্র দেয়ার পরে এ সংক্রান্ত বিনিয়োগের জন্য কিছু সময় লেগেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, যেখানে বাস রুট ফ্রাঞ্চাইজ ছিল না, সেখানে এটাকে নতুন করে আনতে গেলে সব চ্যালেঞ্জেই আমরা পড়ছি। একেকটি চ্যালেঞ্জ আমরা পার করছি।

সভায় আগামী ১৩ অক্টোবর ২২ ও ২৬ নম্বর রুটে নতুন বাস নামানোর সিদ্ধান্ত হয়। ২২ নম্বর রুটটি হচ্ছে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ফার্মগেট কারওয়ানবাজার, যাত্রাবাড়ী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

অন্যদিকে, ২৬ নম্বর রুটটি হচ্ছে কেরানীগঞ্জের ঘাটারচর হয়ে কলাবাগান, নিউমার্কেট, আজিমপুর, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

এছাড়া বাস চালুর জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয় ২৩ নম্বর রুটটির জন্য। রুটটি হচ্ছে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে শ্যামলী, কলাবাগান, শহবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ী হয়ে চিটাগাং রোড পর্যন্ত।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন