হোম অন্যান্যসারাদেশ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‍্যালী

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পর জনসাধারণের জন্য খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে স্থানীয়রা।

সোমবার (৫সেপ্টেম্বর) বিকেলে সেতুর পিরোজপুর প্রান্ত থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে সেতুর অপর প্রান্ত বেকুটিয়ায় গিয়ে শেষ হয়।
সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমির হোসেন মাঝি’র নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় স্থানীয় শত শত মানুষ অংশ নেয়।

গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সেতুটি উদ্বোধনের পর রাতেই সর্বসাধারণের ব্যবহারের জন্য এটি খুলে দেওয়া হয়। এর ফরে বরিশাল ও খুলনা বিভাগের মধ‍্যে সরাসরি সড়ক যোগাযোগ সৃষ্টি হয়েছে। এতে দক্ষিণাঞ্চলে মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতি হওয়ার পাশাপাশি তাদের আর্থ ও সামাজিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন