নড়াইল অফিস :
নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর রোববার জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান,নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ রবিউল ইসলাম, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা পারভীন, কালিয়া মনোরজ্ঞন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ তাপশী কাপুড়িয়া,শিক্ষার্থী সাব্বির মোল্যা,ও অুর্পতা বিশ্বাস প্রমুখ।
এ সময় স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্তিত ছিলেন । আলোচনা শেষে শ্রেষ্ট প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ।
