হোম অন্যান্যসারাদেশ দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞার পর উন্মুক্ত হল সুন্দরবনের দুয়ার

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

টানা তিন মাস নিষেধাজ্ঞার পর বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সুন্দরবনের দুয়ার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উন্মুক্ত করা হয় সুন্দরবন। সকাল থেকে পর্যটক ও জেলেদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ।

সুন্দরবনে প্রবেশে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় বনের ওপর নির্ভরশীল জেলে-মৎস্যজীবীরা মানবেতর জীবন-যাপন করে আসছিল। সুন্দরবনের উপর নির্ভর ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন প্রত্যাশা ঘুরে দাঁড়ানো। সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও জেলেদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার।

ইতিমধ্যে জেলে, ট্যুর অপারেটর, বোট চালকরা সুন্দরবনে যাত্রা শুরু করেছেন। তিনি জানান, গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মন্ত্রিপরিষদের নির্দেশে তিন মাস সুন্দরবনের সব নদনদী ও খালে মাছ ধরা ও সুন্দরবনে সবার প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়।

বন বিভাগের তথ‍্য অনুযায়ী ১ম দিন মাছ, কাঁকড়ার পাস দিয়েছেন চারশ’র অধিক।

জেলে হানিফ গাজী বলেন দির্ঘ তিন মাস সুন্দরবনের সকল ধরনের পারমিট বন্ধ থাকায় আমারদের সংসার চালাতে খুব কষ্ট হয়েছে। গাবুরার ফারুক কয়াল বলেন আজ পাস খুলে দিচ্ছে আমারা পাস নিয়ে সুন্দরবন যাচ্ছি দোয়া করবেন সবাই। বৃহস্পতিবার সকাল থেকে বনবিভাগের ঘাটে দেখা গেছে মাছ, কাঁকড়া জেলেদের নৌকা সারি সারি বাঁধা পারমিট নেওয়ার অপেক্ষায়। জেলেরা বলেন এখন পাস দিবে এই পাস নিয়ে চলে যাবো বাদায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন