কঞ্জন কান্তি চক্রবর্তী :
ঝালকাঠির রাজাপুরে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় বাইপাস মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদ আল-মামুন অভিকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুম মোল্লা, যুবদলের সভাপতি জাকারিয়া সুমন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু রতন দেবনাথ,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ আনোয়ার পাশা নিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরণ,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, মহিলা দলের আহবায়িকা নাজমুন নাহার পুতুল,বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহা মোহাম্মদ ফারুক,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক মাষ্টার,গালুয়া ইউনিয়ন মোঃ মনিরুজ্জামান লাভলু প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আল-ইমরান, উপজেলা যুবদল নেতা মোঃ আকাশ ফরাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তরিকুল মুন ও হোসেন রাব্বী,উপজেলা ছাত্রদল নেতা আল-ইমরান নাহিদ,জাহিদ হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ জাতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
